বাংলাদেশের মার্কেটে ২৫০ সিসির বাজাজ পালসার N250 ৩০০টা মত এসেম্বেল করার জন্য এনেছে উত্তরা মোটরস। আশা করা যাচ্ছে আগামী কুরবানীর ঈদের পর এই বাইকগুলো মার্কেটে ছাড়া হবে। কত সিসি পর্যন্ত লিমিটেশন আসতেছে এখনো কনফার্ম হওয়া যায়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে জানা যাবে। এটা বাইকার এবং বাইক লাভারদের জন্য নিঃসন্দেহে একটা সুসংবাদ।
Pulsar N250 is powered by a 1 cylinder, 249.07 cc, Single cylinder, 4 stroke, SOHC, 2 Valve, Oil cooled, FI. It is able to produce 21.5 Nm @ 6500 rpm torque and 24.5 PS @ 8750 rpm power.
